প্রশ্ন ঃ আমি অবিবাহিতা। বয়স ২২। আমার মুখে দু’টি বড় সাদা দাগ হয়েছে। অনেক ওষুধ ব্যবহার করেছি। কিন্তু সাদা দাগটি কমেনি। রোগটি শ্বেতী রোগ কিনা।
-আফসানা। উত্তরা। ঢাকা।
উত্তর : মনে হচ্ছে রোগটি শ্বেতী। চোখে না দেখে এবং পরীক্ষা না করে এখনই কিছু বলা সম্ভব নয়। আর শ্বেতী হলে চিন্তা কেন, কারণ বর্তমানে চিকিৎসার মাধ্যমে রোগটি নির্মূল করা সম্ভব।
প্রশ্ন ঃ আমি বিবাহিত। বয়স ৫০। বর্তমানে আমি সহবাসে সম্পূর্ণ অক্ষম। লিংগের উত্থান হচ্ছে না। দ্রুত বীর্য স্খলন হয়ে যায়। আমি এ অবস্থা হতে দ্রুত মুক্তি চাই।
-আফজাল হোসেন। বসুন্ধরা। ঢাকা।
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত যৌন অক্ষমতা। এটি অবশ্যই একটি সমস্যা কিন্তু সেক্স-হরমোন এনালাইসি করে চিকিৎসার মাধ্যমে রোগটি সারানো সম্ভব।
প্রশ্ন ঃ আমি অবিবাহিতা। বয়স ২৪। বর্তমানে আমার মুখের ত্বক আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এতে আমার বেশ সৌন্দর্যহানি হয়েছে। এখন আমি কি করবো?
-রূপা। ঢাকা ভার্সিটি। ঢাকা।
উত্তর : আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার মুখে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব।
প্রশ্ন ঃ আমি বিবাহিতা। বয়স ৩৪। আমার দু’পায়ের তলায় বেশ ফাটা ফাটা হয়েছে। যেটি ব্যথাযুক্ত। ওষুধ ব্যবহার করেছি। ভালো হচ্ছে না। তাই আপনার শরণাপন্ন হলাম।
- মিসেস রোখসানা। শ্যামপুর। ঢাকা।
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত ক্রাক সোল। বর্তমানে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে রোগটি সারানো সম্ভব। আপনি একজন অভিজ্ঞ ত্বক-বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ষ ডাঃ একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন। সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন ঃ ০১৭১৯২১৯৪২৯, ০২৯৩৪২৮৭৬।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন