বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৬০ কোটি টাকা আত্মসাৎ -যুবক-চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে সমন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম


প্রতারণার মাধ্যমে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছে বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ আদালত। যুগ্ম জেলা জজ মোস্তাইন বিল্লাহ’র আদালতে পাওনা টাকা আদায়ে ৬০ জন শেয়ার হোল্ডার মামলা দায়ের করেন।
কার্যক্রম বন্ধ থাকা যুবক বরিশালের ৬ হাজার গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ কোটি নেয়।
মামলায় বিবাদী করা হয়েছে যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হোসাইন আল মাসুম, ভাইস চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পরিচালক সৈয়দ রাশেদুল হুদা চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনকে।
আদালত সূত্র জানায়, যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) ১৯৯৬ সালে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। পরবর্তীতে তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড শুরু করে। তারা যুবক হাউজিংসহ একাধিক প্রকল্পে আকর্ষণীয় ও লোভনীয় অফার দিয়ে শত কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
২০০৬ সালের পরে যুবকের কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ হওয়ার উপক্রম হয়। গ্রাহকরা তাদের পাওনা টাকা দাবি করলে তা পরিশোধ না করে নতুন করে জমি দেয়ার লোভ দেখিয়ে আরো অনেক টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে গ্রাহকরা কোন উপায় না পেয়ে যুবকের বিরুদ্ধে অনেকগুলো মামলা করে। কিন্তু আইনের ফাঁক-ফোকর দিয়ে যুবকের পরিচালকরা বেরিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন