বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলার উচালিয়া পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় প্রতিপক্ষ যুবলীগ নেতা বেলায়েত হোসেন মিল্লাতের সমর্থকদের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন