খাগড়াছড়ির রামগড়ে ইট বোঝাই পিকআপ গাড়ি উল্টে ঘটনাস্থলে চালক মোঃ নুরুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। সে রামগড় পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মজল হকের ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার সময় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দাতারাম পাড়া গ্রামীণ এলাকা থেকে ইটভাটার ইট বোঝাই একটি পিকআপ (ফেনী ড-১১-০৫০৪) নম্বরের গাড়ী রামগড় বাজারের দিকে আসার সময় নিয়ন্ত্রয় হারিয়ে প্রায় ২শত ফুট খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক গাড়ীর বিতরে চাপা পরে নিহত হয়। নিহত নুরুল ইসলাম স্ত্রীসহ ৩ ছেলে রেখে গেছেন। তার মধ্যে
বড় ছেলের সাব্বির হাসান(১৩),জমছ ছোট ছেলে সিয়াম ও শাহীব-(৫) অসহায় অবস্থায় রেখে গেছেন। জানা গেছে ইদ বোঝায় পিকআপ গাড়ীটি সত্ত্বর ও সেলু কোম্পানীর শেয়ারে চলতো।
রামগড় থানার এসআই সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে জানান, খবর পেয়ে ফোর্স সহকারে রামগড় থানার অফিসার ইনচার্জ মো, সামসুজ্জামান ও ওসি তদন্ত মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শনসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন