ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল কাজের স্বীকৃতিসহ বেতন বৈষম্য দূরীকরণে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের উদ্যোগে অর্ধ শতাধিক স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু হয়। এতে উপজেলার দেড় শতাধিক টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্য সহকারীদের এই আন্দোলন কর্মসূচিতে সেবা প্রদানে কর্মবিরতি ঘোষনা করায় প্রান্তিক পর্যায়ে সেবা প্রত্যাশীরা কাঙ্খিক সেবা না পেয়ে হতাশা নিয়ে বাড়ী ফিরছে, সেই সাথে টিকাদান কার্যক্রমও মারাত্বক ভাবে ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন