শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন প্রতিরোধে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৪:৩৬ পিএম

যমুনার ভাঙন প্রতিরোধে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে টাঙ্গাইলের ভুঞাপুর, কালিহাতি ও সদর উপজেলা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। আজ বৃহস্পতিবার ভূঞাপুর ও কালিহাতী উপজেলার বেশ কয়েকটি ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ শেষে গড়িলাবাড়ি এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এ কথা বলেন।

তিনি বলেন, নদীর গতিপথ পর্যবেক্ষণ করে ভাঙন প্রতিরোধে কাজ করতে হয়। যে কারনে কাজ করতে একটু সময় লাগে।

এসময় টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীসহ ভূঞাপুর ও কালিহাতী উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন