রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আগামী বছর থেকে যমুনা নদীতে বাঁধের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৩:২৪ পিএম

আগামী বছর থেকে যমুনা নদীর টাঙ্গাইল অংশে বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নদী ভাঙ্গণ রোধে একটি প্রকল্প দিয়েছি যা একনেকে পাশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙ্গন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখানে আমাদের সমীক্ষা হচ্ছে। সব কিছু বুঝার পর আমরা কাজ শুরু করবো। এই বর্ষার আগে কাজটি শুরু করতে না পারলেও আগামী বর্ষার আগে কাজ শুরু হবে। যখন কাজ শেষ হবে তখন এই নদী ভাঙ্গণ থাকবে না।

এসময় পরিদর্শনে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ ছানোয়ার হোসেন এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন