শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হেফাজত মহাসচিবের সুস্থতা কামনায় দেশবাসীর দুয়া চাইলেন আল্লামা জুনাইদ বাবুনগরী

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ৪:৫৬ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব,ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার পরিচালক শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর রোগমুক্তির জন্য দেশবাসীর নিকট দুআ চেয়েছেন হেফাজত আমীর ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

১০ ডিসেম্বর রাতে হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী ইন'আমুল হাসান ফারুকী কর্তৃক সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি দেশবাসীর নিকট এ দোয়ার আবেদন জানান।

বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন,আল্লামা নূর হোসাইন কাসেমী দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ আলেম।ইসলাম-মুসলমান,দেশ এবং জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করে থাকেন।লোভ-লালসা, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে এই বৃদ্ধ বয়সেও তিনি ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

আল্লামা কাসেমীর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,দেশ ও জাতীর এই সংকটময় মুহূর্তে আল্লামা নূর হোসাইন কাসেমীর মতো ন্যায় নীতির উপর অটল-অবিচল,নিষ্ঠাবান আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ।

আমি দেশবাসীর নিকট তাঁর আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

উল্লেখ্য হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন।বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।অবস্থার কিঞ্চিৎ অবনতি হওয়ায় আজ তাঁকে সাধারণ কেবিন থেকে প্রথমে HDU তে পরবর্তীতে ICU তে স্থানান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
md faruk ১১ ডিসেম্বর, ২০২০, ৮:৩৪ এএম says : 0
আল্লাহ তা'আলা হযরতকে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আমিন।
Total Reply(0)
Ataullah ১১ ডিসেম্বর, ২০২০, ৯:৪৮ এএম says : 0
আল্লাহ তায়ালা হযরতকে শিফা দান করেন
Total Reply(0)
Ataullah ১১ ডিসেম্বর, ২০২০, ৯:৪৮ এএম says : 0
আল্লাহ তায়ালা হযরতকে শিফা দান করেন
Total Reply(0)
Md.Abdul Kader ১১ ডিসেম্বর, ২০২০, ১০:৩৭ এএম says : 0
Allah Hazrat K Sefa Dan Korun,Amin
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন