শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নেটিজেনদের

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১:০৭ পিএম | আপডেট : ১:৩৮ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২০

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রোদ্ধাভরে স্মরণ করলো নেট দুনিয়ার বাসিন্দারাও। বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক এই দিনে প্রাণ হারানো বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের প্রতি তারা বিনম্র শ্রোদ্ধা জানিয়েছেন।

এদিকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আজ (সোমবার) সকাল থেকেই মানুষের ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমবুকে ইশতিয়াক আহমেদ লিখেছেন, ‘‘দুঃখ-কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে সকল বুদ্ধিজীবিদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। এই মাটিতে জন্ম গ্রহণ করে...পাকিস্তানের প্রেতাত্মা হয়ে আমাদের দেশের সূর্যসন্তানদের অন্যায় ভাবে রাতের আধারে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছিল জাতি তাদের কোনদিনও ক্ষমা করবে না।

বিজয়ের পতাকা যখন সারা বাংলাদেশে উড়ছে ঠিক সে সময়ে রাজাকার আল শামস আলবদর বাহিনী আমাদের দেশের বুদ্ধিজীবীদের বুকের তাজা রক্ত দিয়ে রক্তের হোলিখেলায় মেতে উঠেছিল।’’


জোবায়ের হোসাইন লিখেছেন, ‘‘১৯৭১ এর ১৪ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’’

রনি শ্রোদ্ধা জানিয়ে লিখেছেন, ‘‘শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’’

খাতাব মোহাম্মাদ আরিফ লিখেছেন, ‘‘আজ সকালেই মাননীয় নেত্রীর ভয়েজ কলিং এ বিজয়ের শুভেচ্ছা পেয়ে মনটা আনন্দে ভরে উঠলো।লাখো শহীদের প্রতি শ্রদ্ধা অবনত বিজয়ের শুভেচ্ছা, তাদের আত্তার মাগফিরাত কামনা করছি।’’

সওকত হোসাইন লিখেছেন, "সব ক'টা জানালা খুলে দাওনা ওরা আসবে চুপিচুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেলো প্রাণ।" আমরা তোমাদের ভুলবো না।’’ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস.....সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন