নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ছে। করোনায়ও বন্দর সার্বক্ষণিক সচল ছিলো। চট্টগ্রাম বন্দরের সাথে দেশের অর্থনীতিও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। রোববার চট্টগ্রাম বন্দরের ১৪তম উপদেষ্টা কমিটির সভায় তিনি উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান অডিটোরিয়ামে এ সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ইতিবাচক সংবাদের শিরোনাম হয়। নিজেদের টাকায় আমরা পদ্মা সেতু করছি। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু হচ্ছে। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের কাজ চলছে। দেশের সব এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। বন্দরের সদস্য মো. জাফর আলমের সঞ্চালনায় সভায় ১৩তম সভার সিদ্ধান্তের ওপর আলোচনা করবেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।
উপস্থিত আছেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোছলেম উদ্দিন আহমেদ, ওয়াসিকা আয়েশা খান, কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি একেএম আলতাফ হোসেন, নুরুল কাইয়ুম খান, বিজিএমইএর নাসিরুদ্দিন চৌধুরী, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাফার পরিচালক খায়রুল আলম সুজন, নুরুল হক প্রমুখ। জুম অ্যাপে সভায় অংশ নিচ্ছেন বিকেএমইএ’র মো. হাতেম, এফবিসিসিআই সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, রেজাউল করিম, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক রফিক আহমেদ ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন