শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আলাউদ্দীন আলীর জন্মদিনে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

আজ উপমহাদেশের প্রখ্যাত সুর স্রষ্টা আলাউদ্দীন আলী’র জন্মদিন। কিংবদন্তী এই সঙ্গীত ব্যক্তিত্ব গত ৯ আগস্ট ইন্তেকাল করেন। তার এবারের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে এটিএন বাংলা বিশেষ উদ্যোগ নিয়েছে। বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। আজ রাত ১১ টা থেকে রাত ১টা পর্যন্ত আলাউদ্দীন আলী স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন আলম আরা মিনু, মিমি আলাউদ্দীন ও মুহিন খান। অনুষ্ঠানে আলাউদ্দীন আলী’র লেখা ও সুর করা জনপ্রিয় গানগুলো শিল্পীরা পরিবেশন করবেন। একক গান গাওয়ার পাশাপাশি দ্বৈত গানও পরিবেশন করা হবে। আলম আরা মিনু বলেন, ‘ছোটবেলায় যে গানগুলো যেমন পারিনা ভুলে যেতে, যে ছিলো দৃষ্টির সীমানায়, আবার কখন কবে দেখা হবে, দু:খ ছাড়া হয়না মানুষ, ও আমার বাংলা মা তোর, আমায় গেঁথে দাওনা মাগো-ও মতো আরো অনেক গান যখন আমার মনের মধ্যে গেঁথে যায়, তখন এসব গান গাইতে ভালো লাগতো। পরে জেনেছি এসব গান আলী ভাইয়ের সুর করা। আলী ভাই গান লেখার ক্ষেত্রে যেমন ভীষণ চুজি ছিলেন, তেমনি সুর সৃষ্টিতে ছিলেন ভার্সেটাইল। আমার সৌভাগ্য যে তার সুরে সিনেমায় গাইতে পেরেছি। সর্বশেষ ওগো ভুলতে গিয়ে তোমায় গানটিও গাইতে পেরেছি। তার জন্মদিনে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’ মিমি আলাউদ্দিন বলেন, ‘গত বছর তার জন্মদিনে তিনি, আমি এবং আমাদের মেয়ে রাজকন্যা ব্যাংককে ছিলাম। সেখানেই আমরা কোনরকম জন্মদিনের আয়োজন করেছিলাম। অনেক গুনীজন ফোন করেছিলেন। তাদের প্রতি আজও কৃতজ্ঞতা আমাদের। গান নিয়ে তার আরো অনেক স্বপ্ন ছিলো। আরো কিছু গান লিখে গেছেন, সুর করে গেছেন। ইনশাআল্লাহ আমি তার স্বপ্নগুলো পূরণ করবো। মানুষের মাঝে চিরদিন যেন তিনি বেঁচে থাকেন এই দোয়াই চাই সকলের কাছে। আজকের এই আয়োজনের জন্য এটিএন বাংলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ মুহিন খান বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিলো আলী স্যারের সুরে সিনেমায় গান গাওয়ার। নতুনদের তিনি ভালোবাসতেন, সুযোগ করে দিতেন। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আছেন আমাদের শ্রদ্ধা, ভালোবাসায় আর গানে গানে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন