বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে বলে মন্তব্য মন্তব্য করেছে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ নেতৃবৃন্দ। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য যারা ভেঙ্গেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছেন।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অফরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি। এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, এনপিপির মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল, জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, বাংলাদেশ ইসলামিক পার্টি-বিআইপি’র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান ছাবের আহাম্মেদ, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ-ডিপিবি’র চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন