শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৭:৪৪ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসন ও সাধারণ সদস্য পদ মিলে মোট ৫০ জনের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আল মারুফ। এদের মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন। মেয়র পদের প্রার্থীদের মধ্যে হচ্ছেন বর্তমান মেয়র উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক আ’লীগ মনোনিত আব্দুল্লাহ আল- মামুন নৌকা) জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল), বিএনপি মনোনিত আবু খায়ের মোঃ মশিউর রহমান সবুজ (ধানের শীষ), আ’লীগ নেতা দেবাশীষ কুমার সাহা (মোবাইল) আ’লীগ নেতা খয়বর হোসেন সরকার মওলা (নারিকেল গাছ) আল শাহাদৎ জামান (জগ) গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ)। এছাড়া সংরক্ষিত আসন ১ রুবিয়া বেগম (চশমা), কল্পনা রানী (আনারস), লাভলী বেগম (আংটি), পারুল বেগম (বলপেন),ও পারভীন আক্তার (জবা ফুল) প্রতীক পেয়েছেন। সংরক্ষিত আসন ২ রতœা রানী (আনারস), রুজিনা বেগম (চশমা), ও মাসুমা বেগম (জবাফুল)। ৩ নং সংরক্ষিত আসনে মনোয়ারা বেগম (জবা ফুল), শাবানা বেগম (আনারস),ও হোসনে আরা বেগম (চশমা) পেয়েছেন। অপরদিকে ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছামিউল ইসলাম (পানির বোতল), অমলেশ সরকার টেবিল ল্যাম্প) আতাউর রহমান (ডালিম), স্বপন বাবু (গাঁজর) কালিয়া চন্দ্র সরকার (পাঞ্জাবি) ও সাইফুল ইসলাম (উটপাখি)। ২ নং ওয়ার্ডে মাজেদুর রহমান প্রামানিক রুনু (উটপাখি) আব্দুর রাজ্জাক (পাঞ্জাবি), মঞ্জু মিয়া টেবিল ল্যাম্প), মোস্তাফিজার রহমান (ডালিম) ও এনামুল হক (পানির বোতল)। ৩ নং ওয়ার্ডে জামিউল ইসলাম (টেবিল ল্যাম্প) সাজু মিয়া (উটপাখি), মহাব্বত আলী (পানির বোতল) ও নুর আলম মিয়া (পাঞ্জাবি)। ৪ নং ওয়ার্ডে সাখাওয়াত হোসেন(উটপাখি), মকসুদুল আলম (পাঞ্জাবি) ও মাহবুবুর রহমান (পানির বোতল)। ৫ নং ওয়ার্ডে জোবাইদুর রহমান (ডালিম), সুজা মিয়া (পাঞ্জাবি) ও মশিউর রহমান (উটপাখি)। সাধারণ সদস্য পদে ৬ নং ওয়ার্ডে লাবলু মিয়া (উটপাখি) ইমদাদুল ইসলাম (ডালিম)। ওয়ার্ড নং ৭ এ নুর আলম সরকার (পাঞ্জাবি), শাহীন মিয়া (উটপাখি), আনারুল ইসলাম (ডালিম) ও শহিদুল ইসলাম (পানির বোতল) ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান (উটপাখি)ও সাজু মিয়া (পাঞ্জাবি) ৯ নং ওয়ার্ডে গোলাম রব্বানী (ডালিম), দীপক কুমার সরকার (পানির বোতল) ও মোহাম্মদ আলী (উটপাখি) প্রতীক পেয়েছেন। দ্বিতীয় ধাপের এ ভোট আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭১ টি। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ২০৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন