শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘আ.লীগ গণতন্ত্র হত্যা করে ভোগতন্ত্র কায়েম করেছে’

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আ.লীগ দেশে গণতন্ত্রকে হত্যা করে ভোগতন্ত্র কায়েম করেছে। দেশে এখন আওয়ামী লুটেরাদের মিলন মেলা চলছে। লুটপাটের অর্থ বিদেশে পাচার করে তাদের সন্তানদের আরাম আয়েশের নিরাপদ ব্যবস্থা করেছে।

গতকাল বুধবার সকালে গণতন্ত্র হত্যা ও ভোট কারচুপির প্রতিবাদে গাজীপুরে রাজবাড়ি রোডস্থ দলের কার্যালয়ে মহাগনর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাড. ড. সহিদুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নেতা ড. মাজহারুল আলম, মহানগর বিএনপিসাধারণ সম্পাদক মো. সোহরাবউদ্দিন, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, আনোয়ারুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, রাশিদুল ইসলাম কিরণ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন