শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রশাসনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর অভিযোগ

বসুরহাট পৌরসভা নির্বাচন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। একই সাথে প্রশাসনের অতি উৎসাহী কিছু লোকজন কর্তৃক বিএনপি প্রার্থীদের হয়রানিরও অভিযোগ করেছেন। গতকাল সকালে বসুরহাটে তার হোয়াইট হাউজ চত্বরে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। বিএনপি মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী নির্বাচিত হলে তিনি পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যেসব কাজ করবেন, তা বর্ণনা করে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। 

অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, প্রশাসনের অতি উৎসাহী কিছু লোক বিএনপির কাউন্সিলর প্রার্থী ও নির্বাচনে দলীয় নেতা-কর্মীদেরকে নানা অজুহাতে হয়রানি এবং হুমকি ধমকি দিচ্ছে। সরকার দলীয় প্রার্থীর লোকজন বলছে ভোট কেন্দ্রে সিসি ক্যামরা থাকবে, কে কোন মার্কায় ভোট দিচ্ছে তা সিসি ক্যামেরায় রেকর্ড থাকবে। এ ধরনের কথা বলে গুজব ও ভয়ভীতি সৃষ্টি করছে।
নেতৃবৃন্দ এসব বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা জিয়া উল হক জিয়া, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন