শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ময়মনসিংহে গ্যাস চালুর দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

দুই হাজারের অধিক গ্রাহক টাকা জমা দিয়েও সংযোগ পাচ্ছে না। আবাসিক বন্ধ গ্যাস অনতিবিলম্বে চালুর দাবিতে বক্তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবাসিক গ্যাস চালুর দাবিতে মানববন্ধন করেছে। গত রোববার সকালে ময়মনসিংহে গ্যাস প্রত্যাশী গ্রাহকগণের আয়োজনে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্যাস প্রত্যাশী গ্রাহকগণের মধ্যে বক্তব্য রাখেন রমজান আলী খন্দকার, জাহাঙ্গীর আকন্দ, জহিরুল ইসলাম বাদল, এ এম সাজেদুল হাসান (সাজু), মাসুদ রানা সহ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘ ৫ বছর আগে হঠাৎ করে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। আমরা ২০১৪-২০১৫ সালে গ্যাস সংযোগ বন্ধ হওয়ার আগেই জামানতের টাকা ব্যাংকে জমা করে রেখেছি কিন্তু হঠাৎ করে সিন্ডিকেটের ষড়যন্ত্রে সরকারী এক নির্দেশে গ্যাস সংযোগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। ফলে হাজার হাজার গ্রাহক বহুতল ভবন নির্মাণ করে গ্যাস না পাওয়ায় তাদের বাসা বাড়িগুলো বাড়া দিতে পাচ্ছে না। বাড়ীর মালিকগন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন