শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শারীরিক উপস্থিতিতেই বইমেলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ভার্চুয়াল বা অন্য কোন পদ্ধতিতে নয় শারীরিক উপস্থিতিতেই হবে বইমেলা। তবে বৈশ্বিক করোনা মহামারীর কারণে এ বছর অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে বইমেলা হবে। গতকাল রোববার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘২০২১ সালের অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে বইমেলা হবে। ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ অথবা ২৭ মার্চ এই তিন তারিখের যেকোনো একটিতে মেলা শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব থাকবে। প্রধানমন্ত্রী যে তারিখটি বেছে নেবেন সেই তারিখেই মেলা অনুষ্ঠিত হবে অথবা তিনি অন্য কোনো তারিখও নির্ধারণ করতে পারেন।’ এসময় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফিন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য আমরা প্রস্তাবিত তিনটি তারিখ পাঠাবো। তিনি সিদ্ধান্ত জানাবেন। আমরা মেলা স্থগিত করেছি, বাতিল করিনি।’ প্রস্তাবিত তিন তারিখের পরে মেলা হলে ঝড়-বৃষ্টির আশঙ্কার বিষয়ে তিনি বলেন, রোজার পরে মেলা হলে আবহাওয়াকে মাথায় রেখেই মেলার অবকাঠামো তৈরি করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণের বৈঠক শুরু হয়। বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির ঊর্ধ্বতনদের পাশাপাশি প্রকাশকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন