চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে একুশে বইমেলা এবার মহামারীর কারণে পিছিয়ে শুরু হবে ২৩ মার্চ। সংক্রমণ এড়াতে এবারের বইমেলা মাসব্যাপী নয়, হবে ১৫ দিনের। মঙ্গলবার চসিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ২০১৯ সাল থেকে ভাষার মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রামে সম্মিলিত বইমেলা হচ্ছে। ২০২০ সালেও এই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। চলতি বছর তা পিছিয়ে আয়োজন করা হচ্ছে।
আগের দু’বারের মতো এবারও বইমেলা হবে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে।
সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র রেজাউল জানান, মেলা আয়োজক হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু পৃষ্ঠপোষকতা দেবে। যাবতীয় আয়োজন করবে চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা পরিষদ ও মেলা কমিটি।
বুধবার সিটি করপোরেশনের টাইগার পাস কার্যালয়ে লেখক-প্রকাশকদের এক সভায় মেলা কমিটি পুনর্গঠন করা হবে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন