ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় উভয় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। প্রচন্ড শীতে চরম দুর্ভোগে পড়েছে আটকা পরা শত শত যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডেপটি জেনারেল ম্যানেজার মো.জিল্লুর রহমান জানান,শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড়টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত দেড়টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। অপর দিকে প্রচন্ড শীতে দুর্ভোগের শিকার হচ্ছে আটকা পড়া শত শত যাত্রী।ঘাট এলাকায় বাড়তে শুর করেছে যানবাহনের সংখ্যা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন