মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তুরস্ক-আজারবাইজান বাণিজ্য চুক্তি অনুমোদন

সামরিক মহড়া ফেব্রিুয়ারিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

তুরস্ক ও আজারবাইজানের সশস্ত্র বাহিনী শীতকালীন যৌথসামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের কার্স অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের সেনারা শীতকালীন মহড়ায় অংশ নেবেন। আগামী ১ থেকে ১২ ফেব্রæয়ারি পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পরীক্ষা চালানো হবে। তুরস্কের সশস্ত্র বাহিনীও পৃথক বিবৃতিতে সোমবার তাদের মহড়ার প্রস্তুতির কথা জানিয়েছে। তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এবারই অত্যন্ত জাঁকজমকপ‚র্ণভাবে এবং প‚র্ণাঙ্গভাবে এ মহড়া অনুষ্ঠিত হবে। কঠিন শীতের পরিবেশে দুই দেশের সেনারা আশ্রয়, সেনাশক্তি বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে অনুশীলন করবেন। তুরস্কের সামরিক বাহিনী বলছে, দুই দেশের সামরিক বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এ মহড়া অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। দুই দেশের সেনারা স্থল ও বিমান অভিযানের মতো গুরুত্বপ‚র্ণ মহড়া চালাবে। এ ছাড়া ট্যাংক ডিভিশন, করোনারি, স্নাইপার টিম, হেলিকপ্টার ও কমান্ডোরা মহড়ায় অংশ নেবেন। অপর দিকে, আজারবাইজানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্ক। মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ সরকার গেজেট আকারে প্রকাশ করে। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ২০২০ সালের ২৫ ফেব্রæয়ারি দুই দেশের মধ্যে চুক্তিটি আজারবাইজানের রাজধানী বাকুতে সম্পন্ন হয়। গত বছর তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে দুই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। এর মধ্যে তুরস্ক ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং ৩০০ মিলিয়ন ডলার সমপরিমাণ পণ্য আমদানি করে। তুরস্কের রপ্তানি পণ্যের মধ্যে বিশেষ করে মেশিনারি, যান্ত্রিক সরঞ্জামাদি ও নির্মাণ সামগ্রী রয়েছে। তুরস্কে বর্তমানে ২০ টিরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। স¤প্রতি যুক্তরাজ্যের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হয়েছে। ডেইলি সাবাহ, ইয়েনি শাফাক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন