পটুয়াখালীর মির্জাগঞ্জে সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে নৌকার বিরদ্ধে সংবাদিক সম্মেলন করে বিভ্রান্তমূলক বানোয়াট ও মনগড়া বক্তব্যের বিরদ্ধে প্রতিবাদ সভা করেছে মাধবখালী ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার(২১জানুয়ারি) দুপুর ১২টায় মাধবখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ-সম্পাদক মোঃ আঃ হালিম মোল্লা, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ মতিউর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান পলাশ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ-সম্পাদক বাচ্চু হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ-সম্পাদক সজীব আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, গত ১৯জানুয়ারি মির্জাগঞ্জ প্রেস ক্লাবে মাধবখালী ইউনিয়ন আ’লীগের কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করে পদবঞ্চিতরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন