শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে লটারিতে ছেলেদের স্কুলে মেয়ের নাম, ভর্তি বিড়ম্বনা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ২:২৬ পিএম

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন করেছিল উ ছেনু রাখাইন (১৩) নামের এক শিক্ষার্থী।

যার রেজিস্ট্রেশন নং-২০০৯২২২৬৬০৮০৯৪৫৩৮।
কিন্তু লটারিতে তাঁর নাম এসেছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মর্নিং শিফটে। এতে ভর্তি বিরম্বনায় পড়েছে ওই শিক্ষার্থী।

জানা গছ, কক্সবাজার সরকারি বালিকা উচ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রণিত ভর্তির জন্য অনলাইন ভর্তির আবদন ফরম পূরণ করন উ ছনু রাখাইনর মা হ্লা হ্লা ওয়ান।

কিন্তু গত ১১ জানুয়ারী লটারিত তাঁর নাম আসে বালক উচ্চবিদ্যালয়ের। এতে তার ভর্তি বিড়ম্বনা দেখা দেয়।

কক্সবাজার সরকারি বালিকা উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। আবদনকারী অভিভাবকর আরও সচতন হওয়ার উচিত ছিল। বিষয়টি এখন উর্ধতন কর্তপক্ষ সমাধান করত পারবন।

কক্সবাজার সরকারি বালিক উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক রাম মাহন সন বলন, আমাদর স্কুল ছাত্রদের। এখান ছাত্রী ভর্তির সুযাগ নেই। তাছাড়া এটি আমাদর কোনা ভুল না। আবদনকারীর অভিভাবকরা ভুল করত পারন।

এ বিষয় জেলা প্রশাসক মা. মামুনুর রশীদ বলন, বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়ছি। তাদর সিদ্ধন্ত অনুযায়ী আমরা পদক্ষপ গ্রহণ করব।
1 Attached Images

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন