পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার জাতীয় পার্টি সমর্থীত পৌরমেয়র প্রার্থী নরুল ইসলামের পক্ষে জনসংযোগ করেছে পিরোজপুর জেলার জাতীয় পার্টি ও এর সহযোগী অংঙ্গ সংগঠন সমূহ। গতপরশু (বোরবার) তারা স্বরুপকাঠীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় ভোট চাওয়ার পাশাপাশি অবাধ, সুষ্ঠ নির্বাচনের আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
মেয়র প্রার্থী নুরুল ইসলাম নিজেও লাঙ্গল প্রতীকে বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মোস্তফা, পিরোজপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব বশির আহম্মেদ, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক পার্টির শৃঙ্খলা বিষয়ক যুগ্ম সম্পাদক তৌনিকুল হক, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, জেলা তরুন পার্টির আহবায়ক আঃ রাজ্জাক।
আগামী ৩০ জানুয়ারী স্বরুপকাঠী পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন