শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাল বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশর কেন্দ্রীয় পরিচিতি সভা

হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৩ পিএম

আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম পরিচিতি সভা। এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নব নির্বাচিত আমির শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দাঃবাঃ এবং সভা পরিচালনা করবেন হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম জিহাদি দাঃবাঃ। এতে যোগ দিচ্ছেন হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দাঃবাঃ সহ ২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যগন। অনেকে ইতিমধ্যে ঢাকায় পৌছে গেছে, বাকীরা রাতের মধ্যে ঢাকায় পৌছে যাবেন ইনশাআল্লাহ,। আগামীকালের পরিচিতি সভায় আসতে পারে চমকপ্রদ সিদ্ধান্ত। গঠিত হতে পারে নানা উপকমিটি। নেওয়া হতে পারে নানা সাংগঠনিক সিদ্ধান্ত। যোগ হতে পারে আরো বেশ কয়েকজন নেতা। সারাদেশে কমিটি করার জন্য সময় বেধে দেওয়া হতে পারে। সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ এই মিটিংএর দিকে থাকিয়ে আছে সচেতন মহল।অন্যদিকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম জিহাদি দাঃবাঃ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন