শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪১ পিএম | আপডেট : ৭:০৩ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২১

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম. রেজাউল করিম চৌধুরী এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা শুক্রবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও মোনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় মেয়র বলেন, চসিক নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম বারের মত আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। মেয়র পদে চট্টগ্রাম নগরবাসী নৌকার পক্ষে যে গণরায় দিয়েছেন আমি সে জন্য অভিভূত এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, পানিবদ্ধতা নিরসনসহ জনগুরুত্বপুর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমার কার্যদিবসের প্রথম ১০০ দিনের মধ্যে বেশ কিছু জরুরী সেবামুলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার কৌশল নির্ধারণ করেছি।

আশাকরি চট্টগ্রাম নগরবাসী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করবেন।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ দলীয় নেতা, মহানগর আওয়ামী লীগের সভাপতি মন্তলীর সদস্য, সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন