শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাতিয়ার ভাসানচর যাচ্ছে আরও ৩ হাজার ৬০০ শত রোহিঙ্গা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১২ পিএম

ভাসানচর যাচ্ছে আরও ৩ হাজার ৬০০শত রোহিঙ্গা। নৌবাহিনীর তত্বাবধানে চতুর্থ দফায় জাহাজে করে এদেরকে ভাসানচর পাঠানো হবে। ভাসানচরে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক এমন ২৬হাজার রোহিঙ্গার তালিকা পাওয়া গেছে। এদের মধ্যে চতুর্থ দফায় এদেরকে পাঠানো হবে।

এরআগে তিন দফায় ৬ হাজার ৬৮৮জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে। ভাসানচরে সর্বক্ষেত্রে নিরাপদ বিধায় কক্সবাজার রোহিঙ্গা ক্যম্পে অবস্থানকারী আত্নীয়স্বজনদের অনুরোধ করছে এখানকার বাসিন্দারা। ফলে ভাসানচর আসার জন্য ইতিমধ্যে ২৬হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় নাম লিখিয়েছেন। জানা গেছে, চতুর্থ দফায় রোহিঙ্গা দলটি চলতি সপ্তাহে ভাসানচর রওয়ানা হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন