ভোলার দৌলতখানে জোরপূর্বক মাদ্রাসার জমি দখল, পুকুরের মাছ বিক্রি ও শিক্ষকদের লাঞ্ছিত করার অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনের প্রত্যেককে ১ মাসের জেল ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন। দÐপ্রাপ্তরা হরেন, মধ্য জয়নগর গ্রামের শিয়ালী বাড়ীর মোঃ আলী কাঞ্চন ,অপরজন দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা আলাউদ্দিন আমীন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন বলেন, উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর আজিম বাড়ী হাওলা দাখিল মাদরাসার জমি জোরপূর্বক দখল, পুকুরের মাছ বিক্রি, মাদরাসার জমিতে দোকান ঘর নির্মাণ ও শিক্ষকদের লাঞ্ছিত করার অপরাধে দুই ব্যক্তিকে জেল-জরিমানা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন