শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুজিব শতবর্ষ টি-২০

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আবদুর রশিদ ও হাজী রফিক আহমদ একাদশ স্ব স্ব খেলায় জয়লাভ করেছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় আবদুর রশিদ ১৫ রানে আল্লামা মো. ইকবাল দলকে হারায়। ইফতেখার ৫০, নেওয়াজ ৬০ রানের উপর ভর করে আবদুর রশিদ পাঁচ উইকেটে ১৫৬ রান করে। জবাবে আল্লামা ইকবাল দল ১৪১ রানে সবাই আউট হয়ে যায়। তানভীর সাদাত ২৪ রানে তিন উইকেট লাভ করে। দিনের অপর ম্যাচে রফিক একাদশ ১০ উইকেটে রাশেদ আজগর চৌধুরী দলকে পরাজিত করে। রাশেদ আজগর দল মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গেলে সহজ জয় পেতে রফিক একাদশের কোনো উইকেট না হারিয়ে ৯৪ রান করে। তাদের দুই অপরাজিত ব্যাটসম্যান রোকন ৪৭ ও আমিন ৪৩ রান করে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএসএর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
লোকজ খেলা বাঁচাতে চট্টগ্রামে প্রশিক্ষণ
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশে হারিয়ে যাওয়া লোকজ খেলাধুলার আধুনিকায়ন-উন্নয়ন, গতিশীল আনায়ন করার লক্ষ্যে বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন চট্টগ্রাম আয়োজন করছে গ্রামীণ খেলা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী। দুই দিনব্যাপী বিভাগীয় কোচেস ও জাজেস প্রশিক্ষণ আজ এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে দুইজন করে এবং জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ৩০ জনসহ মোট ৫০ জন কোচ ও জাজ অংশ নিচ্ছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কান্ট্রি গেমস এসোসিয়েশন চট্টগ্রামের আহŸায়ক চৌধুরী ফরিদ সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন