বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১১:৩৬ এএম

রাজধানীর পুরান ঢাকায় সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় এক যুবককে আটক করেছে। তার নাম মো. ফরহাদ উদ্দিন (২০)। র‌্যাব দাবি করেছে, ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও চাঁদা আদায় করে পাওয়া নগদ ১৬ হাজার একশ টাকা জব্দ করা হয় বলেও জানিয়েছে র্যাব।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ -এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘বুধবার (৩ মার্চ) আটক করা ওই যুবক চকবাজারের দেবীদাস ঘাট লেন বাদশা মিয়া স্কুলের সামনে থেকে চাঁদা আদায় করছিল। এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।’

র‌্যাব জানায়, তার মতো যুবকদের এমন কার্যকলাপের ফলে প্রকৃত সাংবাদিকদের বিভিন্ন মহলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন