বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যুবলীগের ৬ নেতা কারাগারে

সাভারে জমি দখল চেষ্টা ও মারধরের মামলা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ১২:০০ এএম

সাভারে মোটরসাইকেল মহড়া দিয়ে জমি দখলের চেষ্টা ও হত্যার উদ্দেশে মারধরের মামলায় ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের ৬ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ আরও একাধিক অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর মৌজায় ৭৪ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছেন রাজধানীর বাসিন্দা তোফাজ্জেল হোসেন তুষার ও তার কয়েক বন্ধু। ওই জমি দখলের জন্য এলাকার একটি গ্রুপ সম্প্রতি নানামুখী ষড়যন্ত্র করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ সাভারের ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ সভাপতি ইমরান হোসেন, ক্রিড়া সম্পাদক শাহীন আলম শাহীন, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাফরসহ যুবলীগ নেতা আসকরুনী ও কবির হোসেনের নেতৃত্বে ১৫-১৬টি মোটরসাইকেলযোগে এসে হামলা চালিয়ে হত্যার উদ্দেশে গুরুতর আহত করে তোফাজ্জেল হোসেন তুষার ও তার দুই বন্ধুকে। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তোফাজ্জেল হোসেন তুষার বাদী হয়ে ইউনিয়ন যুবলীগের ৬ নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলার আসামিরা গত বৃহস্পতিবার ঢাকা জেলা দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন