‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালের মায়া চরিত্রের জন্য খ্যাত সারা খানকে ‘ক্যাম্প ডিসেন্ট’ নামের স্যাটায়ারিকাল কমেডি ফিল্মে দেখা যাবে। চলচ্চিত্রটিতে দেখান হবে সমাজ কর্মজীবী নারীদের কী দৃষ্টিতে দেখে এছাড়া এই ফিল্মে ওটিটি প্লাটফর্মে প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তুও প্রাধান্য পাবে। সন্দীপ কুমার রানার পরিচালনায় চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন বৃজেন্দ্র কালা এবং রাজপাল যাদব। এর কাহিনী কুমার নামে এক চলচ্চিত্র নির্মাতার যে নারীদের ছোট করে দেখে, শেষ পর্যন্ত সে শিক্ষা পেয়ে যায়। “আমার রূপায়িত অনাহিতা কুমারের চরিত্রের বিবেক। সে ভুল করলেই অনাহিতা তাকে শুধরে দেয়। সে তার ঘনিষ্ঠতম বন্ধু। সে কোনও সমস্যায় পড়লেই তার সঙ্গে পরামর্শ করে। এই ফিল্মটি দিয়ে নারীর প্রতি সমাজের বৈষম্য তুলে ধরা হবে,” সারা বলেন। উত্তরাখন্ডের হৃষিকেষে সারা ফিল্মে তার অংশের শুটিং শেষ করেছেন। সারা পাকিস্তান ও ভারতের গোটা চারেক চলচ্চিত্রে ছাড়াও ‘সাপনা বাবুল কা... বিদায়’, ‘সাসুরাল সিমার কা’, সন্তোষী মা’, ‘শক্তি : অস্তিত্ব কে এহসাস কি’ এবং ‘সন্তোষী মা : সুনায়েঁ ব্রত কথায়েঁ’ সিরিয়ালগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন