শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিতর্ক সৃষ্টি নিয়ে অভিযোগের জবাবে সারা খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

টেলিভিশন অভিনেত্রী সারা খান জানিয়েছেন ‘লক আপ’ রিয়েলিটি শোতে অংশ নেবার অফার আসার পর তিনি কোনও দ্বিধা না করেই তাতে সায় দিয়ে দেন। ২০১০ সালের ‘বিগ বস ৪’ থেকেই তিনি আলোচনার আছেন বিভিন্ন কারণে। বিশেষ করে রিয়েলিটি শোতে সেসময় তিনি আলি মার্চেন্টকে বিয়ে করে চমক সৃষ্টি করেন, তবে অনুষ্ঠানটি শেষ হবার পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি জানান অনুষ্ঠানটিকে বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়াই ছিল তার উদ্দেশ্য এবং তিনি চান সবাই তাকে তার কাজ দিয়েই চিনুক। আমাকে অনেকে অতীতের কিছু বিতর্ক দিয়ে চেনাতে চায়। তারা বলে আমি বিতর্ক সৃষ্টি করে পরিচিত হতে চাই। আমি বলতে চাই এসব কথা সত্য নয়, গত ১৬ বছরে আমি যে কাজ করেছি সেটিই আমার আসল পরিচয়, এবং আমি ঠিক তাইই, সারা বলেন। তিনি জানান ‘লক আপ’ রিয়েলিটি শোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, এটি ভিন্নতর অভিজ্ঞতা এবং আমি নিশ্চিত এখান থেকে অনেক কিছু শিখব যা সবসময় কাজে লাগবে। আলাদা কোনও পরিকল্পনা নেই কারণ এ ধরণের অনুষ্ঠান আগে দেখিনি আমরা। আমরা তো মৌলিক চাহিদাগুলো জানি। এখানে সেগুলো থাকবে না। আমাদের অনেক কিছুই করার থাকবে। সংবাদ মাধ্যম তার জীবনকে বিতর্কের সঙ্গে জড়ায় কীনা জানতে চাইলে তিনি বলেন, আমি আমার একান্ত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও সংবাদ মাধ্যম এতে প্রবেশ করে এবং বিশ্রী অবস্থা সৃষ্টি করে, তাই এই বিষয়ে কথা না বলাই ভাল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন