মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তাহসানের ফেসবুক স্ট্যাটাস ঘিরে রহস্যের অবসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১০:৫৩ এএম

ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালির ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ হলেন জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। বুধবার (১০ মার্চ) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ। তারা জানায়, আগামী দুই বছরের জন্য তাহসান ‘ফেস অব ইভ্যালি’ হিসেবে কাজ করবেন। ইভ্যালি কর্তৃপক্ষের এই ঘোষনার পরেই তাহসানের সেই ৫ শব্দের ফেসবুক স্ট্যাটাস গিয়ে রহস্যের অবসান হলো।

উল্লেখ্য, তাহসান তার অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে মঙ্গলবার (৯ মার্চ) রাতে ইংরেজি হরফে মাত্র ৫ শব্দের একটি স্ট্যাটাস দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে তাহসান লেখেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’। স্ট্যাটাসটিতে অল্প সময়ের ভিতরেই লাখের অধিক রিয়েকশন পড়ে। অবশেষে নিশ্চিত হওয়া গেল স্ট্যাটাসটির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স ইভ্যালির স্লোগান ‘বিলিভ ইন ইউ’কে প্রচার করছিলেন ‘যদি একদিন’খ্যাত এই অভিনেতা।

‘ফেস অব ইভ্যালি’ হওয়ার প্রসঙ্গে তাহসান খান বলেন, ব্যক্তি ব্র্যান্ডের সাথে যখন কোন প্রোডাক্ট ব্র্যান্ড একত্রিত হয় তখন সেটি উভয়ের জন্য এক "উইন- উইন" অবস্থা তৈরি করে। আমি দোয়া প্রার্থী এবং আশা প্রকাশ করছি যে, ইভ্যালি এবং আমার এই দুই ব্র্যান্ডের একত্রীকরণ হওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হবে। সাম্প্রতিক সময়ের কিছু প্রসঙ্গের সূত্র ধরে তাহসান আরো বলেন, ইভ্যালি একটা কঠিন সময় পার করে এসেছে। তারা যখন আমাকে তাদের সেই সময়ের কথা বলেন তখন এক কথায় মুগ্ধ হয়েছি। তার সূত্র ধরে আমি বলতে পারি যে, আমি বিলিভ (বিশ্বাস) রাখি ইভ্যালিতে। আমি বিশ্বাস করি যে, ইভ্যালি একদিন গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে। ইভ্যালি শুধু আমাদের না, পুরো দেশের।

"ফেস অব ইভ্যালি" হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির "চীফ গুডউইল অফিসার" হিসেবেও নিয়োগ পাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান তাহসান খান।

ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, তাহসানের সাথে আমরা যুক্ত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা আকর্ষণীয় দিক যে তিনি ‘ইভ্যালি’ শব্দটাকে তার নামের সাথে যুক্ত করার সুযোগ দিয়েছেন। আমরা বলছি শুরুটা দুই বছরের জন্য কিন্তু ইচ্ছা আছে এটাকে আরও দীর্ঘায়িত করার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন