শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিঃস্বার্থভাবে কাজ করার শপথ ফোরাম মনোনীত প্রার্থীদের

বিজিএমইএ নির্বাচন-২০২১

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

পোশাক খাতের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করার শপথ করেছেন বিজিএমইএ নির্বাচন-২০২১’এ ফোরাম মনোনীত সব প্রার্থী। গত রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘ফোরাম পরিষদের পরিচিতি’ শীর্ষক অনুষ্ঠানে তারা এ শপথ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সংসদ সদস্য গাজী মো. শাহনেওয়াজ, বিজিএমইএ-এর সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা, ফোরাম-এর প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং ফোরাম-এর প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদসহ পোশাক কারখানা মালিকরা উপস্থিাত ছিলেন।

দেশের পোশাক ব্যবসায়ীদের শীর্ষ জোট ফোরামের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে এবারের প্যানেল গঠন করা হয়েছে। যারা নির্বাচিত হলে যে কোন পরিস্থিাতিতে বিজিএমইএ তথা বাংলাদেশের পোশাক খাতকে সমৃদ্ধির পথে নেতৃত্ব দিতে সক্ষম। এ নির্বাচনে ফোরামের প্যানেল লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) এ বি এম সামছুদ্দিন। বর্তমান বিজিএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হকও ফোরামের প্যানেল সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকায় ফোরামের মনোনয়নপ্রাপ্ত বাকি প্রার্থীরা হলেন, আনোয়ার হোসেন চৌধুরী, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান (বাবলু), ভিদিয়া অমৃত খান, মো. কামাল উদ্দিন, মাশিদ আর. আবদুল্লাহ, এম এ রহিম (ফিরোজ), শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, খান মনিরুল আলম (শুভ), এ এম মাহমুদুর রহমান, এ বি এম সামছুদ্দিন, নাফিস উদ দৌলা, আসিফ ইব্রাহিম, মজুমদার আরিফুর রহমান, তাহসিন উদ্দিন খান, নাভিদুল হক, ড. রুবানা হক, ড. রশিদ আহমেদ হোসাইনী, ইকবাল হামিদ কোরাইশী আদনান, মাহমুদ হাসান খান (বাবু), মো. রেজওয়ান সেলিম, ফয়সাল সামাদ, রানা লাইলা হাফিজ, মো. মেজবা উদ্দিন আলী এবং নজরুল ইসলাম। চট্টগ্রামে ফোরামের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- মোহাম্মদ আতিক, মোহাম্মদ আবদুস সালাম, এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মুহাম্মদ সাইফ উল্যাহ (মানসুর), মীর্জা মো. আকবর আলী চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, রিয়াজ ওয়ায়েজ এবং খন্দকার বেলায়েত হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন