শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মুজিব-ইয়াহিয়ার রুদ্ধদ্বার বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০০ এএম

১৯৭১ সালের এ দিন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। আড়াই ঘণ্টা ধরে তাদের আলোচনা চলে। আলোচনা শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, ‘তারা দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা কেবল শুরু করেছেন। আলোচনা চলতে থাকবে। কারণ সমস্য যা দু’তিন মিনিটে তার সমাধান সম্ভব নয়।’

প্রেসিডেন্ট ইহাহিয়ার সঙ্গে ঢাকায় অবস্থান করছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদুল হামিদ, প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেঃ জেনারেল পীরজাদা, মেজর জেনারেল ওমর এবং আরো ছয়জন ব্রিগেডিয়ার। এদিকে সারাদেশে গেরিলাযোদ্ধারা সংগঠিত হতে থাকে। প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য শান্তিপ্রিয় বাঙালি নিজের হাতে তৈরি করে বোমা, পটকা, মলোটভ কেকটেল। অসহযোগ আন্দোলন অব্যাহত ছিল।

এই আন্দোলনের ষোলতম দিনে বঙ্গবন্ধুর নতুন নির্দেশ আসে- ‘এখন থেকে স্টার মার্কেন্টাইল ব্যাংক কেন্দ্রের শুল্ক কর, আবগারী কর ও বিক্রয় কর গ্রহণ করবে কিন্তু এসব কর স্টেট ব্যাংক অব পাকিস্তানে জমা দেয়া হবে না।’ বঙ্গবন্ধুর এই ঘোষণা বাঙালিকে নতুনভাবে উদ্বুদ্ধ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন