শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সবচেয়ে বড় অঙ্গ দেখিয়ে ডাক্তারের প্রশ্ন দাম কত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

অপারেশন টেবিলে পড়ে আছেন ছেড়া-কাঁটা রোগী। পাশেই দাঁড়িয়ে ডাক্তার। হাতে মানবদেহের সবচেয়ে বড় অর্গান। সেটা ধরে ক্যামেরায় পোঁজ দিচ্ছেন তিনি। অন্য এক ডাক্তার রোগীর শরীর থেকে সার্জারি করে অর্গান বের করছেন। গত সপ্তাহে ইনস্টাগ্রামে স্পেকট্রাম হেলথের এক গ্রæপে মিশিগান মেডিকেলের ডাক্তাররা এমন ছবি শেয়ার করেন। ওই ডাক্তাররা জনসাধারণকে অনুমান করতে বলেন যে, ওই মানব অঙ্গের দাম কত হতে পারে? ছবিতে দেখা যাচ্ছে, সদ্য অপারেশন করে রোগীর শরীর থেকে বের করা রক্তমাখা বিশাল মানব অর্গান এক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ডাক্তার। অন্য হাত দিয়ে অর্গানটির দিকে নির্দেশ করছেন তিনি। এমনকি সেই পোস্টে গেম শো ইভেন্টের মতো ‘প্রাইস ইজ রাইট’-এর নিয়মও ধার্য্য করা হয়েছিল। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মিশিগানে। এই স্পেকট্রাম হেলথ নামক সংস্থাটি মিশিগানের ১৪টি হাসপাতাল পরিচালনা করে। সংস্থাটি এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে ইতোমধ্যে তার তদন্ত শুরু করেছে। স্পেকট্রাম সংস্থার ডাক্তারদের ব্যবহৃত একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ত্রোপচারের ছবি পোস্ট করার কথা জানতে পেরে সংস্থাটি জানায়, এই ঘটনায় আমরা অবাক হয়েছি এবং ডাক্তারদের এহেন ব্যবহারে আমরা হতাশ। রোগীদের আস্থা ও গোপনীয়তা বজায় রাখা ডাক্তারদের দায়িত্ব। ফক্স নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন