বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বেতাগীতে আনুষ্ঠানিকভাবে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন কৃষি অধিপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমান। শেষে উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আমিনা বেগম।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইকবাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুব আলম রনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন