বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’-এ প্রতিপাদ্য বিষয়ের মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন ও হাত ধোয়া দিবস উপলক্ষে বেতাগীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সুজন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলহাজ মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, অধ্যক্ষ আব্দুস সালাম, প্রধান শিক্ষক গোলাম কবির, রুলাল ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক রমেশ চন্দ্র দেবনাথ, আরবান ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক লুফুর কবির, মো. আক্তারুজ্জামান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন