প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৩। দীর্ঘদিন যাবৎ আমার হাত ও পায়ের তালুর চামড়া উঠে লাল হয়ে যায়। সাথে আছে চুলকানি। অনেক ওষুধ ব্যবহার করেছি। কিন্তু কাজ হয়নি। আমি পরামর্শ চাচ্ছি।
লুবনা, আজিমপুর, ঢাকা।
উত্তর : মনে হচ্ছে আপনার সমস্যাটি জটিল। না দেখে রোগটি শনাক্ত করা সম্ভব নয়। তাই দেরী না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪০। বর্তমানে আমার লিঙ্গের উত্থানই হচ্ছে না। আর কখনো হলেও দ্রুত বীর্য স্খলন হয়ে যায়। এতে আমি স্ত্রীর নিকট খুবই বিব্রত। আপনার কাছে কোন সফল চিকিৎসা আছে কি?
Ñশবির, কক্সবাজার, চট্টগ্রাম।
উত্তর : আপনি সম্ভবত, পুরুষত্বহীনতায় ভুগছেন। বর্তমানে সমস্যাটির সফল চিকিৎসা সম্ভব। আপনি দেরী না করে একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৮। এ বয়সেই আমার ত্বকে বার্ধক্য এসে গেছে। এটি আমার জন্য বিড়ম্বনা। এমন কোন চিকিৎসা আছে কি যা দিয়ে ত্বকের যৌবন ফিরিয়ে আনা সম্ভব?
আফসানা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
উত্তর : বর্তমানে চিকিৎসায় ত্বকের যৌবন ফিরিয়ে আনা সম্ভব। এজন্য চাই ধৈর্য এবং আত্মবিশ্বাস। নিরাশ হবেন না। আপনি পূর্বের মতো সুন্দর হবেন।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৪। এরই মধ্যে আমার মাথার অনেক চুল পড়ে গিয়ে টাক সৃষ্টি হয়েছে। অনেক ওষুধ খেয়েছি। কিন্তু চুল গজাচ্ছে না। তাই আপনার শরণাপন্ন হলাম।
Ñরফিক, রামপুরা, ঢাকা।
উত্তর : আর কেন ভাবনা। বর্তমানে স্টেমসেল থেরাপীর মাধ্যমে টাক মাথায় চুল গজানো সম্ভব। এতে কোন পার্শ্বক্রিয়া নেই।
ষ ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জী বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯, ০২৯৩৪২৮৭৬।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন