নাটোরের সিংড়ায় বুধবার ছাত্রদলের ৫নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার প্রতিবাদে সিংড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর কার্যালয় থেকে বাস টার্মিনাল এলাকায় আসলে পুলিশী ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, উপজেলার ইটালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, ছাত্রদল কর্মী মেহেদী হাসান লেমন, বিপ্লব মাহমুদ ও রেজাউল করিমকে আটক করে পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ছাত্রদলের ৫নেতাকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন