খুলনায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক বিবস্ত্র করে ভিডিও ধারণ ও এরপর থেকে ভয়ভীতি-হুমকি প্রদর্শনের অভিযোগে পুলিশ ফয়সাল মাহমুদ সোহান নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর সে আজ বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই এর একটি টিম মংগলবার রাতে তাকে নগরীর খানজাহান আলী থানা এলাকা থেকে গ্রেফতার করে।খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদের আদালতে সে জবানবন্দি দেয়। গ্রেফতারকৃত সোহান মাত্তমডাঙ্গা পূর্বপাড়ার শাহিন হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, স্কুলে আসা যাওয়ার পথে আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে সোহান প্রায়ই উত্তক্ত এবং প্রেম নিবেদন করত। ওই ছাত্রী ঘটনাটি তার মাকে খুলে বলে। সোহানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছাত্রীটি বন্ধুত্বের সম্পর্কে রাজি হয়।
২০২০ সালের ২৭ ডিসেম্বর সোহান মোবাইল ফোনে মায়ের অসুস্থতার কথা বলে ছাত্রীটিকে বাসায় ডেকে নেয়। সকাল সাড়ে ১১ টায় সোহানের বাড়িতে গেলে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এরপর থেকে সোহান ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকে।
মঙ্গলবার (২৩ মার্চ) স্কুলছাত্রী সরাসরি খুলনা পিবিআই কার্যালয়ে অভিযোগ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর পিবিআই কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন।তদন্ত কর্মকর্তা পিবিআই'র এসআই পলাশ চন্দ্র রায় জানান, আসামির মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে সকল ঘটনার বিবরণ দিয়েছে। আদালতে স্বীকারোক্তি দেয়ার পর বুধবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন