শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালপুরে মাস্ক না পড়ায় ৮জনকে জরিমানা

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৮:২০ পিএম

নাটোরের লালপুরে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে অভিযান। মাস্ক পরিধান না করায় অভিযানের প্রথম দিনে ৮ জন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৪ টা থেকে ৫ পর্যন্ত লালপুর বাজারে গনপরিবহন ও বিপনী বিতানগুলোসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাস্ক পরিধান না করায় ৮ জন ব্যক্তি কে মোট ১হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার সকলকে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া নিম্নআয়ের মানুষদের মধ্যেও মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। তবে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত না হওয়ায় পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন