শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক পুলিশ সতর্ক অবস্থানে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৬:২০ পিএম

হেফাজত ইসলামীর ডাকা সকাল সন্ধ্যা হরতালে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল রোববার। বরিশাল মহানগরীতে ফজরের আজানের আগেই পুলিশ সতর্ক অবস্থান গ্রহন করে। নগরীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাগুলোকে দুর নজরদারীতে রাখা হয়েছে। তবে সকাল থেকে কোথাও কোন পিকেটিং চোখে ছিলনা। কোন অপ্রীতিকর ঘটনাও ঘটনি।

দেশের দ্বিতীয় বৃহত্বম বরিশাল নদী বন্দর থেকে বিভিন্নস্থানে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করেছে। বরিশালের দুটি বাস টার্মিনাল থেকে সারা দেশের বাস সার্ভিসও স্বাভাবিক ছিল। বরিশাল বিমান বন্দর থেকে সকাল ও বিকেলে ৪টি উড়ান চলাচল করলেও যাত্রী ছিল খুবই কম।
বরিশালÑফরিদপুরÑঢাকা, বরিশাল-ভেলা, বরিশালÑগোপালগঞ্জÑখুলনা, বরিশালÑ ঝালকাঠীÑ পিরোজপুর- বাগেরহাটÑ খুলনা ও বরিশাল Ñপটুয়াখালী- কুয়াকাটা/বরগুনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বরিশাল মহানগরীর সব সরকারী-বেরসকারী অফিস সহ ব্যাবসা প্রতিষ্ঠান এবং বানিজ্যিক ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন