শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনে উলামায়ে কেরাম ও দেশবাসীকে মোবারকবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৬:২৭ পিএম

সম্প্রতি হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে বেআইনী বাঁধা সৃষ্টি করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, হাটহাজারী মাদরাসা এবং ব্রাহ্মণবাড়িয়ার ইউনিসিয়া মাদরাসায় এবং অন্যান্য স্থানে অতর্কিত হামলা চালিয়ে অগণিত মুসল্লি, মাদরাসার ছাত্রদের উপর গুলি চালিয়ে হত্যা, নির্যাতনের প্রতিবাদে ২৮ মার্চ রোববারের স্বতঃস্ফূর্ত হরতালের সময় দেশের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল হামিদ, মধুপুরের বর্ষিয়াণ পীর সাহেব সহ অগণিত মুসলমানদের উপর গুলি করে হত্যা করা এবং নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সুপ্রিম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে সরকার প্রতিপক্ষের এহেন ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা দেশের পরিবহন শ্রমিকসহ হরতালকে সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সম্মানিত উলামায়ে কেরাম ও দেশবাসীর প্রতি মোবারকবাদ জানিয়ে দেশের জনগণ ইসলামের পক্ষে এই বিষয়ে সরকারকে সর্বপ্রকার ইসলাম বিরোধী অগণতান্ত্রিক আরচরণ পরিবহার করার আহবান জানান।
হেফাজতে ইসলামের আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ মুসলমানদেরকে হত্যা করার নীতি পরিহার করে শহীদ পরিবারদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করে সমগ্র দেশে আহত-জখমীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং গ্রেফতারকৃতদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ আহবান জানান। বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন