শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় তিন হেফাজত কর্মী আটক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৭:১৯ পিএম

খুলনায় তিন হেফাজত কর্মীকে আটক করেছে পুলিশ। আটক নিয়ে দিনভর নানা গুঞ্জনের পর সন্ধ্যা পৌণে ৭ টায় এর সত্যতা স্বীকার করেন কেএমপি’র সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম। আটককৃতরা থানা হাজতে রয়েছে এবং মামলা হতে পারে বলে জানিয়েছেন ওসি মমতাজ।

সূত্র জানায়, হরতালের সমর্থনে দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নাজিরঘাট মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলটি নিরালা মারকাজ মসজিদের সামনে এলে সোনাডাঙ্গা থানার টহলরত পুলিশ তাদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় তাদের মধ্যে থেকে তিন হেফাজত কর্মীকে আটক করে পুলিশ ।

আটককৃতরা হচ্ছেন, নগরীর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আহসানুল হাসান তামিম, বয়রা ফারুকিয়া মাদ্রাসার ছাত্র মিরাজ মাহমুদ ও খুলনা কমার্স কলেজের হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল হোসেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, 'একটি বিক্ষোভ মিছিল ছাড়া খুলনায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটক তিনজন পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে এখনো কোন মামলা দায়ের হয়নি, প্রস্তুতি চলছে।'

এদিকে, ৩ জন আটকের ঘটনা ছাড়া হেফাজত ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে খুলনার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে সন্ধ্যা অবধি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন