চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চাঁদাবাজির মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ডা. শাহাদাত হোসেনের আইনজীবী এনামুল হক বলেন, চকবাজার থানায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
অপর আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ জানান, চাঁদাবাজি, অপহরণের এ মামলায় ডা. শাহাদাত হোসেনসহ আরও একজনকে আসামি করা হয়। অথচ তিনি দীর্ঘদিন থেকে সউদি আরবে রয়েছেন। আমরা এসব তথ্য আদালতের সামনে উপস্থাপন করেছি।
গত সোমবার সন্ধ্যায় নগরীর প্রবর্তক এলাকায় ট্রিটমেন্ট হাসপাতালের ব্যক্তিগত চেম্বার থেকে পুলিশ ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। তার কয়েক ঘণ্টা আগে নগরীর চকবাজার থানায় নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক লুসি খান ডা. শাহাদাতের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন