বাসচাপায় সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। আজ (বুধবার) বিকেলে ৪টয় মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকী দুজন মা-মেয়ে। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। নিহতরা হচ্ছেন, সিলেটের বিশ্বনাথের পূর্ব চাশনীকাপন গ্রামের রাহেলা বেগম (৫০), তার তার যুবতী কন্যা কামরুন্নাহার শিপা (২২) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের অটোরিকশা চালক শামীম মিয়া (৩৫)।
সম্প্রতি গত ২৬ মার্চ এই মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলারই রশিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত হন ৮ জন। ইদানিং সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলছে এতে প্রাণহানির ঘটনাও ব্যাপক।
দুর্ঘটনার ব্যাপারে সিলেটের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বিকেল পৌনে ৫টার দিকে লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিাচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন চালক ও এক যাত্রী । পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা অটোরিকশার যাত্রী এ তথ্য জানিয়ে ওসি বলেন, নিহতদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজন অটোরিকশা চালক ও বাকী দু জন মা-মেয়ে বলে জানতে পেরেছি।
মহাসড়কে ঘনঘন দুর্ঘটনা সম্পর্কে হাইওয়ে পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মাসুদ করিম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও এই মহাসড়কে অটোরিকশাসহ অনেক ছোট যানবাহন চলে। আবার নির্ধারিত ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও পণ্য নিয়ে চলাচল করে অনেক গাড়ি-এসব কারণে বেশি দুর্ঘটনা ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন