শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

প্রশ্ন ঃ আমি বিবাহিত। বয়স ৩৪। এ বয়সেই আমার মুখে-ঘাড়ে ও হাতে বয়সের চিহ্ন ভরে গেছে। আমি এর স্থায়ী সমাধান চাই।

-মিসেস আলেয়া। ধানমন্ডি। ঢাকা

উত্তর ঃ আর নেই ভাবনা। কারণ কসমেটিক সার্জারি “মেসোথেরাপী” আপনার মুখ ও দেহের বয়সের চিহ্ন কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই মাত্র ০১ সেশন চিকিৎসায় নির্মূল করতে সক্ষম।

প্রশ্ন ঃ আমি বিবাহিত। বয়স ৪৬। বিয়ের সময় আমি শারীরিকভাবে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে আমার লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। আমি এই দুঃসহ যাতনা হতে মুক্তি চাই।
-রবিউল। ডেমরা। ঢাকা।

উত্তর ঃ আপনি সম্ভবত পুরুষত্বহীনতায় ভুগছেন। আপনার রক্তে সেক্স -হরমোন সমূহের ভারসাম্যহীনতা শনাক্ত করে একজন যৌন রোগ বিশেষজ্ঞকৃত অতিদ্রুত আপনাকে সুস্থ করে তুলতে পারবেন।

প্রশ্ন ঃ আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার মুখে বুকে ও পিঠে অনেক বড় বড় ব্রণ হয়েছে। আমি অতি অল্প সময়ে এ থেকে মুক্তি চাচ্ছি।
-কেয়া। হাজারিবাগ। ঢাকা।

উত্তর ঃ আপনার জন্য সু-খবর হলো- অত্যাধুনিক বৈজ্ঞানিক সার্জারি- রেডিও সার্জারি চিকিৎসায় কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই আপনার মুখের ব্রণ নির্মূল করতে সক্ষম।

প্রশ্ন ঃ আমি অবিবাহিতা। বয়স ২৩। আমার মুখে অনেক বাদামী তিলা হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। প্লিজ আমাকে তিলা হতে মুক্তির একটি সুপরামর্শ দেবেন।
-নাদিরা। জামতলা। নারায়নগঞ্জ।

উত্তর ঃ আপনি আপাতত রোদ থেকে দূরে থাকুন। এতে না কমলে আপনি একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ‘লেজার’ চিকিৎসার মাধ্যমে তিলা থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাজমুল ৯ এপ্রিল, ২০২১, ৬:০৪ পিএম says : 0
আমার স্ত্রীর জরায়ু ছোট এখন কি এই অবস্থার মধ্যে বেবি নেওয়া সম্ভব কিনা প্লিজ জানাবেন আর এখন করনীয় কি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন