মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ভেজাল চিনি উদ্ধার

হাটহাজারী (চট্রগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১০:১৮ পিএম

প্রতারণা আর ভেজালের বাজারে এখন দেশী লাল চিনি। হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে উদ্ধার হয়েছে রং ও কেমিক্যাল মিশ্রিত ১২০ প্যাকেট ভেজাল লাল চিনি। আজ বৃহস্পতিবার (১লা এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর সভার হাটহাজারী বাজারে চৌধুরী ষ্টোরে অভিযান চালিয়ে এ ভেজাল চিনি উদ্ধার করেন।

ভ্রাম্যমান আদালত এর সূত্রে জানা যায়, সাদা চিনিতে রং ও কেমিক্যাল মিশিয়ে আমির গ্রুপের কেয়া ব্র্যান্ডের নামে একটি কোম্পানী সাদা চিনিকে রং ও কেমিক্যাল দিয়ে ব্রাউন কালার করে খাঁটি আঁখের চিনি বলে বাজারে বিক্রি করছে। রমজানের মধ্যে সকল প্রকার দোকানে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন