রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে নানা ফসলের সমারোহ। ভালো ফসলের আশা করছেন চাষিরা। চৈত্র-বৈশাখ মাসে খড় তাপে কাপ্তাই হ্রদে পানি শূন্যতা দেখা দেয়। এবং শুকনো জেগে ওঠা হ্রদের পাশে বিভিন্ন মৌসুমী ফসল ফলিয়ে স্বপ্ন পূরণ করেন।
চাষিরা কয়েক মাস অপেক্ষা করেন কখন হ্রদের পানি শুকাবে আর ফসল ফলবেন। তাই চৈত্র মাসে লেকের পানি অস্তে, অস্তে কমতে থাকলে চাষিরা তাদের বিভিন্ন ফসল বুনতে থাকেন। দীর্ঘ অপেক্ষা পর জেগে ওঠা হ্রদের দু’পাশ জুড়ে চাষিরা ধান, ঢেঁড়শ, কুমড়া, বড়কটি, মিষ্টি আলু, পুইশাকসহ হরেক রকম ফসল বুনতে শুরু করেছেন। আগামী বর্ষা মৌসুমের মধ্যে অনেক চাষি তাদের স্বপ্নের ফসল বিক্রয় করে স্বপ্ন বাস্তবায়ন করবে। এদিকে কাপ্তাই মৌসুমি চাষি শাহাবুদ্দিন বলেন, প্রতি বছর আমরা অপেক্ষা করি কখন পানি শুকাবে আর সে শুকনো পরিত্যক্ত হ্রদের পাশে ফসল চাষ করবো। মৌসুমি চাষি খনজিলা চাকমা বলেন, আমরা অনেক দিন যাবৎ অপেক্ষা করি কখন পানি কমবে। পানি কমতে শুরু করেছে আমরাও বিভিন্ন ফসলের চাষ শুরু করেছি।
বিলাইছড়ি কালাপি মারমা বলেন, জেগে ওঠা চরের পাশে লাগানো ফসল বিক্রয় করে আমাদের ছেলে মেয়ের বিবাহ, স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের বই, খাতা লেখাপড়া খরচ, হালখাতাসহ সংসারের খরচ মিঠাবো বলে উল্লেখ করেন। কয়েক মাসের মধ্যেই আমরা ফসলের আশা করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন